নিজস্ব সংবাদদাতা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুকিয়ে সোনা পাচারের সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার সকালে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তির নাম আয়নাল প্রামাণিক। তিনি ফরিদপুরের বাসিন্দা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছেন, সকাল সাড়ে ৬টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বি জি ০৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন আয়নাল প্রামাণিক। বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করেন তিনি। আয়নাল প্রামাণিকের সঙ্গে থাকা একটি ফলের রস তৈরির যন্ত্র ভেঙে ৩৪৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জিজ্ঞাসাবাদে আয়নাল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতেই বিশেষ পদ্ধতিতে সোনার বারগুলো লুকিয়ে দেশে আনেন তিনি। আটক সোনার দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ফলের রস করার যন্ত্র ভেঙে মিলল সোনার বার
Share!