Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ঢাবি শিক্ষার্থীরা গাড়িকে উল্টোপথে চালিত করে : ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) গাড়িকে উল্টোপথে চালিত করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ শীর্ষক এক অনুষ্ঠানে ওবায়দুল এ মন্তব্য করেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’র সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিআরটিসির গাড়িকে উলটোপথে চালিত করে। কথা না মানলে ড্রাইভারকে গন্তব্যে নিয়ে আটকে রাখা হয়। এ ধরনের শিক্ষার কোনো দরকার নেই। এরাই তো এ দেশের দায়ভার নেবে। এরা দায়িত্ব নিলে দেশের কোনো কাজে আসবে না।’

মন্ত্রী এবং আমলাদের উদ্দেশে ওবায়দুল বলেন, ‘কত বলেছি, নিয়ম মেনে চলুন, শোনেননি। তবুও উল্টোপথে গাড়ি চালাচ্ছেন। এখন দুদক ধরছে, ধরবেই। আমরা রাস্তাকে নিরাপদ করব, হাল ছাড়ব না। প্রতিদিন কাজ করে যাব। আমি কারো কমিশন নিয়ে চলি না। শতভাগ সততা নিয়ে কাজ করি। তাই কাউকে ভয় পাই না।’

জনপ্রতিনিধিদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন জনপ্রতিনিধির এলাকায় হেলমেট ছাড়া দিগ্বিজয়ী আলেকজান্ডারের মতো গাড়ি চালাচ্ছে অনেকে। জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিতে শত শত মানুষ হেলমেট ছাড়া গাড়ির মহড়া করে। এতে করে যানজট হয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। নিজেরা নিয়ম মেনে না চলায় দুর্ঘটনার সম্মুখীন হয়।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনিরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব এম এন ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top