নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিয়ষক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। দেশকে এগিয়ে নিতে তরুণরা এখন আরো আত্মবিশ্বাসী, তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
আজ শনিবার দুপুরে ঢাকার উপকণ্ঠ সাভারে শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ সেন্টারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জয় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘স্বাধীনতার চেতনা না থাকলে আত্মবিশ্বাস, দেশপ্রেম থাকে না। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশে কী বিশ্বাস করবে। বাংলাদেশের ওপর তাদের কী আত্মবিশ্বাস থাকবে, কী মর্যাদা থাকবে। আজকে দেখেন স্বাধীনতার চেতনা আর কোনোদিন ভুলবেন না। দেশের মানুষকে, তরুণদের, ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা স্বাধীনতার চেতনা ভুলতে দেবেন না।