রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু হৃদয়কে গতকাল সোমবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। শিশুটির সন্ধানে খালজুড়ে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
গত রবিবার বিকাল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে।
স্থানীয়রা জানান, শিশুটির বাবার নাম কামাল হোসেন। তিনি পেশায় রিকশাচালক। তারা খালটির পাশের বস্তিতে ভাড়া থাকে। গত রবিবার বিকাল পাঁচটার দিকে মুগদার ওই খালটির পাশে খেলছিল শিশুটি। এর একপর্যায়ে সে খালে পড়ে মুহূর্তে তলিয়ে যায় বলে আশপাশের লোকজন জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এদিকে মুগদা থানার ওসি এনামুল হক বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে তারা এক সাথে কাজ করে যাচ্ছেন।