ইন্টারনেটে ব্লু হোয়েল গেমসের মেসেজ আদান-প্রদান করার কারণে হতাশাগ্রস্ত হয়ে সাইম দেওয়ান আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত সাইমের বাম হাতে একটি তিমি মাছ আঁকা পাওয়া গেছে।
ব্লু হোয়েল গেমসের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্নহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছেন। বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
মৃত কিশোরের বাবা বাবু দেওয়ান জানান, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে মৃত সাইম। মিরপুর এলাকায় তাদের একটি বইয়ের দোকান আছে। দোকানটি চালাতো সাইম। তিনি বলেন, কিছু দিন ধরে সাইমের অনেক পরিবর্তন দেখা দিয়ে ছিল। তবে সে সব সময় ফুলহাতা সার্ট পরত বলে তার হাতে আঁকা তিমি মাছটি পরিবারের কেউ দেখতে পাননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।