কক্সবাজারে শিশু ধর্ষণকারী সেলিম নামে এক যুবক গুলিবিনিময়ে নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে কক্সবাজারের খুরুশকুল এলাকায় এই ঘটনা ঘটেছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, গত ২৩ আগস্ট কক্সবাজার বিমানবন্দর রোডের ফিশারিঘাট এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে সেলিম।
তাকে ধরার জন্য খুরুশকুল এলাকায় গেলে র্যাবের সঙ্গে গুলিবিনিময় হয়। ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গানও উদ্ধার করা হয়েছে।
Share!