নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলগমগীর মামলায় হাজিরা প্রদান করেন।
মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন দাখিল করেন। এর আগে ৯ অক্টোবর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করে ১৬ অক্টোবর দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই আব্দুল্লাহ বিশ্বাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।