রাজধানীর কিছু এলাকায় পূর্বঘোষণা ছাড়াই বাসা-বাড়িসহ শিল্পপ্রতিষ্ঠানে প্রায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
রবিবার রাত ২টা থেকে রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, খিলগাঁওসহ আশপাশের এলাকায় এ অবস্থা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় বসবাসকারীরা। গ্যাস না থাকায় অনেক বাসাতে সকাল থেকে রান্না হয়নি। ফলে স্থানীয় হোটেলগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
এ বিষয়ে তিতাসের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পূর্ব রামপুরায় সংস্কারকাজ চলার সময় গত রবিবার তিতাসের গ্যাস লাইনের ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। এ কারণে সকাল থেকে এসব এলাকায় গ্যাস নেই। তবে আজ যেকোনো সময় মেরামতের কাজ শেষ হবে।
জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্রের (দক্ষিণ) ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহনেওয়াজ হোসেন জানান, সিটি করপোরেশনের সংস্কার কাজ চলার সময় ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। পরে তা মেরামত করে সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।