রাজধানীতে এক ফটো সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মংস্য ভবন মোড়ে দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক মো. নাসির উদ্দিন ট্রাফিক সার্জেন্টে মুস্তাইন হাতে লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয় লাঞ্চনের ঘটনায়ঘটনাস্থলে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে ট্রাফিক সার্জেন্ট মুস্তাইনের অসৌজন্যমূলক আচরণ’ পাওয়া গেছে। এজন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সাংবাদিক নাসির উদ্দিনের দাবি প্রেসক্লাব থেকে অফিসে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে তাকে আটকে তার গাড়ির কাগজপত্র দেখতে সার্জেন্ট মুস্তাইন। কাগজপত্র ঠিক থাকলেও হেলমেট না থাকায় একটি মামলা দিতে চান ওই সার্জেন্ট। হেলমেট চুরি হয়েছে সার্জেন্টকে জানানো হলেও কথা না শুনেই তিনি মামলা দিয়ে দেন। ব্যাগ থেকে ক্যামেরা বের করলে সার্জেন্ট তাকে লাঞ্চিত করেন। এরপর সিনিয়র সাংবাদিকরা তাকে এসে উদ্ধার করে নিয়ে যায়।