সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে। এ সময় রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে বলেন, জামায়াতের হরতালে সহিংস রূপ নিলে তখন জবাব হবে সে রকম।
উপযুক্ত জবাব দেওয়া হবে। আজ বুধবার দুপুর ১টায় উত্তরা মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।
ফখরুল প্রসঙ্গে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, উনারে কাঁদতে বলেন। হতাশ হয়ে চোখের জল ফেলছেন। তার অবস্থায় পড়লে আমারও কি তা-ই হতো? সেটা আমাদের ভাগ্যে হয়নি। এ ছাড়াও বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, উনিতো মেরুদণ্ডহীন না। জোর করে বিদেশ পাঠানো হলে উনি নিজেই বলতেন।