ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বসন্তপুর এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আল আমিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Share!