‘মিস মিয়ানমার’ রোহিঙ্গাদের নিয়ে কথা বলে মুকুট হারালেন
স্টাফ রিপোর্টার: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে মিডিয়ায়। তথ্য গোপন করায় মুকুট হারাতে হয়েছে জান্নাতুল নাঈম এভ্রিলকে। এরই মধ্যে রোহিঙ্গাদের নিয়ে একটি ভিডিও শেয়ার করায় মুকুট হারাতে হলো ‘মিস মিয়ানমার’কে।
গত ২৪ সেপ্টেম্বর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ‘মিস মিয়ানমার’ সোয়ে ইয়েন সি। যেখানে রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আরসাকে দায়ী করে এবং নিজ দেশ মিয়ানমারের সরকার ও সেনা বাহিনীর প্রশংসা করেন তিনি। আর এ কারণেই মুকুট এবং খেতাব হারালেন ‘মিস মিয়ানমার’।
Share!