এক আসরে তিনজন নাম্বার ওয়ান,ইতিহাসে বিরল!
স্টাফ রিপোর্টার: অনেক আলোচনা, সমালোচনা আর নাটকীয়তার পর অবশেষে মুকুট খোয়ালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম। নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া ইসলাম। মুকুট পেয়ে হারানোর মতো ঘটনা বিশ্বে অনেক হলেও বাংলাদেশের জন্য প্রথম। একই সাথে বিরল ঘটনা ঘটলো এই আসরে।
মিস ওয়ার্ল্ডসহ বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় মুকুট পেয়ে পরবর্তী সময়ে নানা কারণে মুকুট হারাতে হয়েছে অনেক সুন্দরীকে। মুকুট পেয়ে ফিরিয়ে দেওয়ার তালিকায় রয়েছেন, লিওনা গেজ (মিস আমেরিকা-১৯৫৭), মারজোরি ওয়ালেস (মিস ওয়ার্ল্ড-১৯৭৩), গাব্রিয়েলা ব্রাম (মিস ওয়ার্ল্ড-১৯৮০), ভেনেসা উইলিয়ামস (মিস আমেরিকা-১৯৮৪), অক্সানা ফেদেরোভা (মিস ইউনিভার্স-২০০২), ক্যারি প্রিজিন (মিস আমেরিকা-২০০৯), ইতির এসেন (মিস তার্কি-২০১৭) ও সোয়ে ইয়েন সি (মিস গ্র্যান্ড মিয়ানমার-২০১৭)।
২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) নবরাত্রি হলে বসে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর চূড়ান্ত আসর। কিন্তু বিভ্রাট ঘটে যায় বিজয়ীর নাম ঘোষণায়। প্রথমে জানানো হয় সেরার মুকুট পরছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপরই দুঃখপ্রকাশ করে জানানো হয় বিজয়ী হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।
প্রথম রানার হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় রানার আপের নাম ঘোষণা না করেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে হিমির নাম ঘোষণা করা হয়। চারদিকে হাততালি শুরু হলে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, ফলাফল ঘোষণায় ভুল হয়েছে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নের নাম ভুল হয়েছে, আমাদের হাতে একটা রেজাল্ট শিট পরে এসেছে।’ এরপর তিনি জান্নাতুল নাঈমের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেন। তবে মজার ব্যাপার হলো- দুই মিনিটের জন্য হলেও সেরার স্বাদ গ্রহণ করতে পেরেছেন হিমি।
এদিকে, বিজয়ী হয়েও মুকুট হারাতে হয়েছে প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিলকে। তথ্য গোপন করার কারণে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মুকুট।
অন্যদিকে, শেষ হাসি হাসলেন জেসিয়া ইসলাম। শেষ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জুটেছে তার কপালে। তথ্য গোপন করে সমালোচনার মুখে পড়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট হারিয়েছেন এভ্রিল। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন বিজয়ী হিসেবে প্রথম রানার আপ জেসিয়ার নাম ঘোষণা করেন বিচারকেরা।