বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডকে
ইউটিউব আবারও পুরস্কৃত করল এনটিভি কে
স্টফ রিপোটার: বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। এই প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি ও সরবরাহকারী জনপ্রিয় ভেরিফায়েড চ্যানেলগুলোকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করা হয়। সেই সম্মাননার অংশ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডকে (এনটিভি) দ্বিতীয়বারের মতো রিওয়ার্ড দিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র এনটিভিই পেল এই সম্মাননা।
ট্রফির সঙ্গে পাঠানো সম্মাননাপত্রে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান উইজেসকি বলেন, এনটিভি এমন কিছু করেছে যা খুব কম ইউটিউব ক্রিয়েটরই করতে পেরেছে। উইজেসকি আরো বলেন, ‘আমরা জানি আপনারা পুরস্কারের জন্য এটি করেননি। আপনারা এটি করেছেন, কারণ আপনারা সৃষ্টি এবং তা ভাগাভাগি করার পথে চলেন।এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ বলেন, ‘২০১৫ সালের ১ ফেব্রুয়ারি আমরা এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলি। এই অল্প সময়ের মধ্যেই এনটিভির সব চ্যানেল মিলিয়ে সাবস্ক্রাইবার সংখ্যা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি। আমাদের নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, বিনোদন চ্যানেলগুলোতে সারা বিশ্ব থেকেই মানুষ খবর, অনুষ্ঠান দেখে। ইউটিউবের সম্মাননা পেয়ে খুবই ভালো লাগছে। এবার আমরা সিলভার প্লে বাটন পেয়েছি। আশা করছি, ভবিষ্যতে গোল্ড, ডায়মন্ড এবং রুবি প্লে বাটনও পাব।’ তিনি আরো বলেন, এনটিভির নাটক এবং এনটিভি এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য আমরা এ পুরস্কার পেয়েছি। ইউটিউব জানিয়েছে, এনটিভি বাংলা মুভি এবং এনটিভি লাইভ নামের আরও দুটো চ্যানেলের জন্য আমরা খুব শিগগির আরো দুটি পুরস্কার পেতে যাচ্ছি।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইন যাত্রা শুরু করে। সে সময় থেকে ইউটিউবে এনটিভির অফিশিয়াল চ্যানেল খোলা হয়। যাত্রা শুরুর সময় থেকেই ভিডিও কনটেন্টের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এনটিভি অনলাইন। প্রতিদিন কয়েক হাজার করে সাবস্ক্রাইবার যোগ হচ্ছে এনটিভির ইউটিউব চ্যানেলগুলোতে। আর দর্শকের সেই সম্পৃক্ততার ফলে এনটিভি পেরিয়ে গেছে দারুণ এক মাইলফলক।
এনটিভির ১৫টি চ্যানেলের সাবস্ক্রাইবার এখন প্রায় দশ লাখ, যা যৌথভাবে বাংলাদেশের অন্য যেকোনো সংবাদপত্র, ব্যক্তি, প্রতিষ্ঠান বা টেলিভিশন চ্যানেলের চেয়ে বেশি।ইউটিউবে এনটিভির চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে দর্শকপ্রিয় হয়েছে এনটিভির নাটক। জনপ্রিয় সব নাটক-টেলিফিল্মের সমন্বয়ে গড়ে ওঠা এই চ্যানেল বেশ কিছুদিন আগেই পেরিয়ে গেছে তিন লাখ সাবস্ক্রাইবার। আর এই মাইলফলক পেরোনোয় সম্প্রতি এনটিভির হাতে এসেছে ইউটিউবের সিলভার প্লে বাটন। জনপ্রিয় চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ এ রকম বিশেষ কিছু প্লে বাটন ট্রফি দিয়ে থাকে নির্দিষ্ট কিছু মাইলফলক পেরোনোর পর। যেমন এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোতে পারলে মেলে সিলভার প্লে বাটন। পরের মাইলফলকটি আসে ১০ লাখ সাবস্ক্রাইবারে। এ সময় ইউটিউব পাঠায় গোল্ডেন প্লে বাটন। আর এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোতে পারলে পাওয়া যায় ডায়মন্ড প্লে বাটন।
বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এখন মানুষ অন্য যেকোনো ওয়েবসাইটের চেয়ে বেশি ঢুঁ মারে ইউটিউবে। বলা বাহুল্য, বাংলাদেশও আছে এ তালিকায়। গত কয়েক বছরের ওয়েব ট্রাফিক ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালেক্সার র্যাংকিংয়ে শীর্ষে ছিল ইউটিউব। তথ্যপ্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রধান এই ওয়েবসাইটটিতে এনটিভিরও আছে দৃপ্ত পদচারণা।
বাংলাদেশে এনটিভির ইউটিউব চ্যানেলগুলো জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে দর্শকের বিপুল আগ্রহ ও ভালোবাসা। আর সেটা মাথায় রেখেই এনটিভিও জোগান দিয়ে চলছে গুণগত মানসম্পন্ন অগুনতি কনটেন্ট। এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। বাংলাদেশের আঙিনা পেরিয়ে বিশ্বের অজস্র দেশ থেকে দর্শক আগ্রহ নিয়ে দেখছেন এগুলো নিয়মিত।২০০৫ সালে মার্কিন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের যখন পথচলা শুরু হয়, এর উদ্যোক্তা স্টিভ চ্যান, চাদ হার্লি বা জাভেদ করিমও হয়তো আন্দাজ করতে পারেননি যে এক দশকের কম সময়ের ব্যবধানে এই ওয়েবসাইট পৃথিবীর শ্রেষ্ঠতম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। এই জাভেদ করিম কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তাঁর বাবা বাংলাদেশি, মা জার্মান। বর্তমানে তাঁরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সে যাই হোক, এখন কিন্তু ইউটিউবের হিসাবটা সব ক্ষেত্রেই মাথায় রাখতে হয় সবার। ইউটিউবে ফিট তো কনটেন্ট হিট—এ তো জানা কথা। খবর থেকে শুরু করে চলচ্চিত্র, গান, নাটক, নিজস্ব উদ্যোগে নির্মিত বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট— সবই মেলে ইউটিউবে। সাঁতার শিখতে চান কিংবা পিথাগোরাসের উপপাদ্য বোঝার সহজ কোনো কায়দা; তা-ও রয়েছে বটে ইউটিউবে। এ কারণে প্রথম থেকেই এনটিভি অনলাইন এই প্ল্যাটফর্মটিকে দিয়েছে বিশেষ গুরুত্ব। পথচলার শুরু থেকেই এনটিভি ইউটিউবের প্রিমিয়াম পার্টনার। এখন পর্যন্ত এনটিভি অনলাইনের ইউটিউব চ্যানেল রয়েছে ১৫টি—এনটিভি, এনটিভি লাইভ, এনটিভি নিউজ, এনটিভি নাটক, এনটিভি টেলিফিল্ম, এনটিভি বাংলা মুভি, এনটিভি কুকিং শো, এনটিভি এন্টারটেইনমেন্ট, এনটিভি ড্রামা সিরিয়ালস, এনটিভি হেলথ, এনটিভি ইসলামিক শো, এনটিভি লাইফস্টাইল, এনটিভি ট্রাভেল শো, এনটিভি বাংলা ফান, এনটিভি আনকাট ভিডিওজ। প্রতিদিন সাবস্ক্রিপশন বেড়ে চলছে এক হাজারের বেশি করে।