প্রধানমন্ত্রীকে গণ সংবর্ধনা দেবে আওয়ামী লীগ
স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।
আগামী ৭ অক্টোবর প্রধানন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। তিনি বাংলাদেশে আসলে তাকে বিমান বন্দর থেকেই গণ সংবর্ধনা দেয়া হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সেতুমন্ত্রী জানান, ‘আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। এ সময়ে আওয়ামী লীগ ও দেশবাসী এবং বিশিষ্ট নাগরিকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন।’
বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। গণ সংবর্ধনার দেয়ার সময় রাস্তায় যেনো জনদুর্ভোগ না হয় সে জন্য দলীয় নেতাদের বিষয়টি মনিটর করতে হবে বলেও মন্ত্রী জানান।