Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভবনে “নিম্নমানের” ননগ্রেড রড, দীর্ঘমেয়াদি, টেকসই নয় নির্মাণকাজ বন্ধ

জাতীয় কবি কাজী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভবনে “নিম্নমানের” ননগ্রেড রড, দীর্ঘমেয়াদি,  টেকসই নয় নির্মাণকাজ বন্ধ

স্টাফ রিপোটার: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নির্মাণাধীন ১০তলা ভবনের আটতলার কাজে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হুমায়ুন কবির বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের নির্মাণাধীন ১০তলা ভবনের আটতলার কাজ চলছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আটতলার ছাদে বিএসআরএম রড ব্যবহারের কথা ছিল। কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ননগ্রেড রড, যা দীর্ঘমেয়াদি ও টেকসই নয়।

হুমায়ুন জানান, ওই ভবনের নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ‘মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগেও নিম্নমানের কাজের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তার পরও নিম্নমানের রড ব্যবহার করায় গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘চাহিদা অনুযায়ী ৬০ গ্রেডের রড ব্যবহার করার কথা ছিল, সেটাই করা হচ্ছে। যে রড ব্যবহার করা হচ্ছে, তার সক্ষমতা প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আমাদের কাছে আছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী জুবায়ের হোসেন বলেন, ‘পূজা ও আশুরার ছুটির ফাঁকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে নিম্নমানের রড ব্যবহার করেছে। ব্যবহার করা রডগুলো আট মাস আগে আমরা পরিত্যক্ত করেছিলাম। পরে সেগুলো পরীক্ষার জন্য বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) পাঠানো হয়েছিল।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এম এম শামসুর রহমান বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষার্থী ও কর্মকর্তারা ভবন নির্মাণে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ তোলেন। অভিযোগের পর খোঁজ নিয়ে ওই ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। চাহিদা অনুযায়ী রড ব্যবহার করলে নির্মাণকাজ পুনরায় করতে দেওয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top