Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাংলাদেশ – ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

বাংলাদেশ – ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

স্টফ রিপোটার: বাংলাদেশ ও ভারতের মধ্যে সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ঢাকায় সফররত ভারতের অর্থ ও করপোরেট মন্ত্রী অরুণ জেটলি উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  ঋণের টাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো, অর্থনৈতিক অঞ্চল, পায়রা সমুদ্রবন্দর সড়ক, রেলপথ উন্নয়নসহ মোট ১৭টি প্রকল্প কার্যকর করা হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top