বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, আমাদের উদ্বেগের কারণ এ জন্য যে, দুজনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড বিলোপকারী একটি দেশ হিসেবে তুরস্ক মনে করে- এই পদ্ধতিতে অতীতের ক্ষত নিরসন করা সম্ভব নয়। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমাদের আবেদন থাকবে বাংলাদেশ যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ডের বিকল্প কোনো পদ্ধতি অনুসরণ করবে।পাঞ্জাব প্রাদেশিক পরিষদে প্রস্তাব : বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতুদণ্ড কার্যকরের বিরুদ্ধে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সোমবার প্রস্তাবটি পেশ করেন ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব প্রদেশের নেতা মিয়া মেহমুদ রাশিদ।প্রস্তাবে বলা হয়, পাকিস্তানের ভাবাদর্শের সমর্থকদের অব্যাহতভাবে ফাঁসি কার্যকর করে মানবাধিকার লংঘন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) বিষয়টি উত্থাপনের জন্য তিনি পাক সরকারের প্রতি আহ্বান জানান।সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি দেন। এর একদিন পর পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এ প্রস্তাব তোলা হল।
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরে তুরস্কের উদ্বেগ
Share!