স্বামীর ছোড়া এসিডে দগ্ধ স্ত্রী ও শাশুড়ি
স্টাফ রিপোটার: রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন স্ত্রী ও শাশুড়ি। দগ্ধ ওই নারী ও তাঁর মা এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১০টার দিকে গেণ্ডারিয়ার কোম্পানীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর রাত ১২টার দিকে দগ্ধ ওই নারী ও তাঁর মাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসিডদগ্ধরা হলেন রুবিনা বেগম (৩০) ও তাঁর মা পারভীন (৪৫)। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের এএসআই মো. খান বিষয়টি জানিয়েছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবিনার স্বামী বেলাল উদ্দিন সব সময় নেশা করত। সে কারণে তাদের দাম্পত্য জীবনে এ নিয়ে কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরেই রুবিনার নেশাগ্রস্ত স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ। রাতের খাওয়া শেষ করে রুবিনা খাটে বসে ছিল এবং তাঁর মা পারভীন বেগম খাটে শুয়ে টেলিভিশন দেখছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ ঘরের জালানা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যান তাঁর স্বামী বেলাল উদ্দিন। এসিডে তাঁদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত মা-মেয়েকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। ঘটনার পর তাঁর স্বামী পালিয়েছেন।