স্ত্রী কর্তৃক স্বামীর লিঙ্গ কর্তন
অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় জাকির হোসেন (৩২) নামের এক ব্যক্তির জননাঙ্গ কেটে দিলেন তাঁর প্রথম স্ত্রী। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারধানগড়া এলাকায় ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় জাকিরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক।
স্থানীয় লোকজন জানায়, মানিকগঞ্জের আবদুল কাদের শেখের ছেলে জাকির হোসেন প্রথম স্ত্রী মিতা খাতুনের (২৮) অনুমতি না নিয়ে গত ৬ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন।
তাঁর দ্বিতীয় বিয়ের বিষয়টি গোপন থাকলেও জাকির হোসেন বাড়িতে কিছু না বলে ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করলে বিষয়টি জানাজানি হয়। এরই একপর্যায়ে প্রথম স্ত্রী মিতা স্বামীকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া দুলাল শেখের বাড়ির ভাড়াটিয়া ছোট বোন স্বপ্না খাতুনের কাছে বেড়াতে আসেন। জাকিরের সঙ্গে রাতে মিতার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভোরে স্বামী জাকির ঘুমিয়ে থাকা অবস্থায় ব্লেড দিয়ে তাঁর জননাঙ্গ কেটে স্ত্রী পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, ঘটনাটি সকালে হলেও দুপুরে রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কাদের বলেন, ঘটনাটি পরিদর্শন করেছি। তবে অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।