সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তিনি। অথচ বিপিএলের সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক আজিজুল ইসলাম সভ্যতার সীমা অতিক্রম করে তামিমকেই পরিবার তুলে গালি দিলেন! ম্যাচ শেষে এমনটাই জানালেন তামিম। ঘটনা কাল প্রথম ম্যাচের আগে। বিপিএলের নিয়ম ভেঙে সিলেট যখন ম্যাচ খেলতে চাচ্ছিল, তখনই এটা ঘটেছে। ক্রিকেটারদের সম্মান না রাখলে খেলা ছেড়ে দেয়ার মতো কথাও বললেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এভাবে অপদস্ত হওয়ার বিচার চাইলেন তিনি।কাল ম্যাচ শেষে নিজের ক্ষোভের কথা বললেন তামিম। তিনি বলেন, বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। কারও পয়সা আছে তার মানে এই না যে, জাতীয় দলের একজন খেলোয়াড়কে ভিক্ষুকের মতো সম্বোধন করবে। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি। তিনি বলেন, আমি ওই মানুষটার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে স্যার বলে সম্বোধন করেছিলাম। তিনি আমাকে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে বলেছিলেন। আমি সেই কাজটিও করেছি। এরপর তিনি আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করেন, যা খুব অপ্রীতিকর। ক্রিকেটারদের সম্মান না করলে ক্রিকেট ছেড়ে দেয়া উচিত বলেই মনে করেন তামিম। তিনি বলেন, আমি বিসিবির একটা অংশ। বিসিবির ডিসিপ্লিন কমিটি অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেবে। আমাদের কীভাবে সম্মান দেবে সেটা নিয়ে ভাববে। তারা যদি আমাদের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করা শুরু করে তাহলে আমাদের খেলা ছেড়ে দেয়া উচিত।এদিকে এত নাটকের মধ্যেও ম্যাচ শেষে শেষ হাসি হেসেছে তামিমের চিটাগাং। এক রানের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা।এদিকে তামিম ইকবালের এ ঘটনা নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা শুনেছি। তামিমও আমাদের কাছে অভিযোগ করেছে যে, তাকে মাঠে একজন আপত্তিকর কথা বলেছে। এটা আমরা নোট করেছি। সামনে বিষয়টি খতিয়ে দেখব। তিনি বলেন, এটা দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল না। জাতীয় দলের সহ-অধিনায়ক বা যে কোনো খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ হওয়াউচিত নয়। আমরা এটা সমর্থন করি না। ম্যাচ শেষে আমরা কথা বলেছি। মাঠে আমাদের অ্যান্টি করাপশন বিভাগের একজন মেজর ছিলেন। তিনিও ব্যাপারটা দেখেছেন। উনার কাছ থেকে প্রতিবেদন নিয়ে আমরা ব্যবস্থা নেব।
বিচার চাইলেন চট্টগ্রাম অধিনায়ক তামিম
Share!