রাজধানীতে ট্রেনে কাটাপড়ে একজন নিহত
রাজধানীতে ট্রেনে কাটাপড়ে আবু রায়হান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকার রেললাইনে কাটা পড়েন রায়হান। নিহত আবু রায়হান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে একটি হাউজিংয়ে থাকতেন। নিহতের ছোট ভাই ইব্রাহিম জানান, খিলক্ষেতের রেললাইনে ট্রেনে কাটাপড়েন রায়হান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটায় দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত রায়হানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।