রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি
নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে প্রিন্স বেকারির সামনে থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই কিশোরীকে উদ্ধার করেন জীবন নামে মিরপুরের এক নিরাপত্তাকর্মী। তিনি জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসে ওই কিশোরী। তাকে মিরপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন শাকিল নামের এক যুবক। ধর্ষণের পর প্রিন্স বেকারির সামনে কিশোরীকে ফেলে রাখেন শাকিল। জীবন আরো জানান, প্রিন্স বেকারির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ধর্ষণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। ওই কিশোরী সুস্থ হলে তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।