প্রধান বিচারপতি বঙ্গভবনে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। আজ বৃহস্প্রতিবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য জানিয়েছেন। সাব্বির ফয়েজ জানান, প্রতি বছরের মতো এবারও হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি। এ সময় আরো উপস্থিত থাকবেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের লোকেরা।