শিক্ষাপ্রতিষ্ঠানের ফি নির্ধারণে আইনি নোটিশ
সারা দেশে এমপিওভুক্ত সব স্কুল-কলেজের মাসিক টিউশন ফি, পরীক্ষার ফি নির্ধারণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক, চেয়ারম্যান, ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ নয়জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা কর্মচারীদের অবসরকালীন ভাতা এবং কী পরিমাণ পাবেন তা নির্ধারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অবসরকালীন কী কী ভাতা এবং কী পরিমাণ পাবেন তা নির্ধারণ করে নীতিমামলা প্রণয়ন করতে বলা হয়েছে।