বান্দরবানে মাতামুহুরী নদীতে রিকশাচালকের লাশ
বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লামা উপজেলা সদরের নুনারবিল এলাকায় মাতামুহুরী নদী থেকে জসীম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি লামা উপজেলার হরিণঝিড়ি এলাকায়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের বড় মেয়ে নাজমা বেগম জানান, তাঁর বাবা লামা উপজেলা শহরে রিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবারও সকালে রিকশা চালাতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। তাঁরা দুই বোন, তিন ভাই আর মা-বাবা একসঙ্গে থাকতেন।