Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জাবিতে ভর্তি-ইচ্ছুকদের আগ্রহের শীর্ষে আইন বিভাগ

জাবিতে ভর্তি-ইচ্ছুকদের আগ্রহের শীর্ষে আইন বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিটভুক্ত আইন ও বিচার বিভাগ থেকে সর্বাধিক ফরম উত্তোলন করা হয়েছে। বিভাগে ৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৯৮৭টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান ও ভর্তি আবেদনে প্রযুক্তিগত সহায়তাদানকারী বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কে এম আক্কাছ আলী এ তথ্য জানিয়েছেন।

আবু হাসান জানান, এক হাজার ৯৮৬ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে দুই লাখ ৯৯ হাজার ১৭১টি। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫১ শিক্ষার্থী।

জাবির নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ অক্টোবর। এ পরীক্ষা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top