কর্তৃপক্ষের অবহেলায় কারখানায় আগুন, তিন কিশোর দগ্ধ
রাজধানীর বংশালে একটি বেল্ট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে তিন কিশোর দগ্ধ হয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ কিশোরদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বংশালের মালিটোলায় আজিজ লেদার টার্চ নামের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. একরামুল (১৩) সঞ্জয় দাস (১৫) ও রঞ্জিত দাস (১৬)। তারা ওই কারখানায় কাজ করত। দগ্ধদের মধ্যে রঞ্জিত জানায়, তাদের কারখানাটি ভবনের সাত তলায়। কাজ করার সময় বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে কারখানায় আগুন লেগে যায়। এতে তারা দগ্ধ হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায় দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর। তাদের মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পরই বার্ন ইউনিটে দ্রুত ওই তিনজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়।