Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গৌরীপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, পরে ছনক্ষেতে কিশোরের লাশ

গৌরীপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, পরে ছনক্ষেতে  কিশোরের লাশ!

ময়মনসিংহের গৌরীপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় গৌরীপুর উপজেলার ডৌহাখোলা ইউনিয়নের চরশিরামপুর গ্রামে ঘটনাস্থলের পাশে একটি ছনক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সাগর বলে জানিয়েছেন ওসি। কিশোরটির বাবা শিপন। সে ময়মনসিংহ শহরের রেলবস্তি এলাকায় থাকত বলেও জানিয়েছেন ওসি।
ওসি আরো জানান, নিহত কিশোরের মরদেহ গৌরীপুর থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এর আগে গতকাল সোমবার সকালে গৌরীপুরের চরশিরামপুর গ্রামের আক্কাস আলী, তাঁর ছেলে ও ভাইয়েরা মিলে চুরির অপরাধে সাগরকে পিটিয়ে হত্যার পর লাশ গুম করে রাখেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কিশোর সাগরকে চোর সন্দেহে আটক করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী এবং পরিত্যক্ত গাউসিয়া ফিশারির মালিক আক্কাস আলী। আটকের পর ফিশারির সাইনবোর্ডের খুঁটির সঙ্গে বেঁধে ওই কিশোরকে বেধড়ক পেটান আক্কাস আলী ও তাঁর লোকজন। একপর্যায়ে মারা যায় ওই কিশোর। পরে একটি অটোরিকশায় লাশটি তুলে নিয়ে যান আক্কাস আলীর অনুসারীরা।প্রত্যক্ষদর্শীরা এসব কথা জানালেও নিষ্ঠুর হিসেবে পরিচিত প্রভাবশালী আক্কাস আলীর ভয়ে নিজেদের নাম প্রকাশ করতে চাননি কেউই। এদিকে, ঘটনার পর থেকেই আক্কাস আলী ও তাঁর অনুসারীরা পলাতক বলে জানান ওসি। এ বিষয়ে ডৌহাখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু যাকে মারধর করে হত্যা করা হয়েছে তাকে এলাকার কেউ চেনে না। আক্কাস আলী আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য না। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী বলে জানান আবুল কালাম। ডৌহাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, ভোর ৫টায় এক যুবক তাঁকে ফোন করেন। সন্ধ্যায় তিনি ওই ঘটনা সরাসরি তাঁকে জানান। অনেকের মোবাইল ফোনেই খুঁটিতে বাঁধা রক্তাক্ত শরীর মাথা নিচে হেলে পড়া কিশোরের ছবিটি তিনিও দেখেছেন। ছবি দেখে কিশোরটিকে মৃত বলে মনে হয়েছে বলেও জানান শহিদুল। এর আগে গত ২৬ আগস্ট শাওন (২২) নামে গৌরীপুরের এক যুবককে মোবাইল চুরির অভিযোগে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পিটিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে শাওনের ভাই বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে প্রায় একই রকম আরেকটি ঘটনা ঘটল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top