Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

হরতালে বাংলাদেশে বিদেশী নাগরিকদের ভ্রমণ সতর্কতা

জামায়াত ইসলামী সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে বাংলাদেশে চলাচলের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ওই দেশের বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়।যুক্তরাজ্যের বিদেশ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে রোববার বাংলাদেশ সময় গভীররাতে দেশটির ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদ করা হয়।বাংলাদেশে এখনো উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশি নাগরিকদের ওপর হামলা হতে পারে ওই বার্তায় গুরুত্বের সঙ্গে এই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশে সোমবার সকাল থেকে সাধারণ হরতাল আহবান করা হয়েছে। এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের সতর্ক হয়ে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, চলাচল করতে হবে খুব সাবধানতার সঙ্গে। জনসমাবেশপূর্ণ স্থান বা হোটেলে আনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকতে হবে। বাইরে বের হবার আগে পর্যাপ্ত নিরাপত্তামুলক ব্যবস্থা নিশ্চিত করতে  হবে। বিশেষ করে যারা পার্বত্য চট্টগ্রাম সফরে যাবেন তাদের জন্য এটা অত্যাবশ্যক। গত ১৮ নভেম্বর বুধবার আরো এক ইতালী নাগরিককে গুলি করে আহত করার বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে।এছাড়াও, কক্সবাজার সফরে যাবার  ব্যাপারে বাংলাদেশের আবহাওয়া বুলেটিন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।বাংলাদেশে ভ্রমণের আগে ব্রিটিশ নাগরিকদের সার্বিক ভ্রমণ ও চিকিৎসা বীমা করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশে গড়ে প্রতিবছর ৭৫,০০০ বৃটিশ নাগরিক পর্যটক হিসেবে বেড়াতে আসেন। সাধারণত শীতকালে বেশিসংখ্যক ভ্রমণকারী বাংলাদেশে বেড়াতে আসেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top