চমেকে ভর্তি
এইডস আক্রান্ত আরো দুই রোহিঙ্গা নারী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এইডস আক্রান্ত আরো দুই রোহিঙ্গা নারী ভর্তি হয়েছেন। রোববার রাতে কক্সবাজার থেকে তারা চট্টগ্রামে আসেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আক্রান্ত দুই রোহিঙ্গা নারী ১৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ২৫ দিন আগে তারা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। কক্সবাজার আসার পর ইউএনএইচসিআর সদস্যরা তাদের শারীরিক পরীক্ষা করলে, এইচআইভি ধরা পড়ে। পরবর্তীতে তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
এরআগে আরো এক নারী এইডস রোগ নিয়ে মেডিকেলে ভর্তি হন। বর্তমানে তিনি আশার আলো নামে একটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছেন।