নরওয়েতে টেলিনর ইয়ুথ ফোরামে যাচ্ছেন ঢাবির দুই শিক্ষার্থী
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর জিপি হাউসে আয়োজিত টেলিনর ইয়ুথ ফোরামে বাংলাদেশ রাউন্ডে সেরা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। তাঁরা চলতি বছরের ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। ওই দুই শিক্ষার্থী হলেন মিয়া মো. খেইং ও রাকিব রহমান শাওন। আজ সোমবার গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নোবেল পিস সেন্টার (এনপিসি) ও টেলিনর গ্রুপ আয়োজিত ইয়ুথ ফোরাম ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের জীবন বদলানোর ধারণা উপস্থাপনের সুযোগ দেয়। ফোরামের মূল ভাব ‘শান্তির জন্য ডিজিটালকরণ’। বাংলাদেশের চূড়ান্ত নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয় গত ২৪ সেপ্টেম্বর। এর আয়োজক ছিল গ্রামীণফোন। এ বছর এক হাজার ৪০০-এর বেশি প্রতিযোগী এই কর্মসূচিতে অংশ নিতে আবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণফোন কর্মকর্তা, বাইরের অতিথিদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে নির্বাচিত সাত প্রতিযোগী তাঁদের ধারণা উপস্থাপন করেন। তাঁদের মধ্যে থেকে দুজনকে আগামী ৮ থেকে ১১ ডিসেম্বরে অসলোতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। ওই সময় অসলোতে নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেনসহ গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় উদ্যোক্তা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা বাংলাদেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের প্ল্যাটফর্ম থেকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি গ্রামীণফোনকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন সম্পর্কে বলতে গিয়ে সিসেল ব্লেকেন বলেন, ‘তোমাদের ধারণা এবং উদ্ভাবনগুলো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। টেলিনর ইয়ুথ ফোরাম ও ডিজিটালাইজেশন ফর পিস প্ল্যাটফর্ম ব্যবহার করে এদের বাস্তবায়ন করতে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি বলেন, ‘আজকে যেসব অসাধারণ ধারণা উপস্থাপিত হয়েছে, তা আমাকে উজ্জীবিত করেছে। কারণ এর সবই বাংলাদেশকে আরো ভালো একটি দেশে পরিণত করার ইচ্ছা প্রকাশ করছে। গ্রামীণফোন চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিনর ইয়ুথ ফোরামের সূচনা করে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও আগ্রহী প্রতিযোগীদের টেলিনর কিংবা গ্রামীণফোনের ওয়েবপেজ ও অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে ধারণাপত্র জমা দিতে আহ্বান জানায়।