Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আজ ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

আজ ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

এ,কে,এম শফিকুল ইসলামঃ মনোয়ার হোসেন ডিপজল হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হার্টের রক্তনালীতে একাধিক ব্লক পাওয়া গেছে। আজ তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হবে। ডিপজলের কন্যা ওলিজা মনোয়ারের মাধ্যমে এমনটাই জানা যায়।
গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমেছিল। এ কারণে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন।
এরপর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার।
আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খল-অভিনেতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। তিনি রাজনীতি এবং ব্যবসার সাথেও জড়িত। সম্প্রতি পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শেষ করেছেন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top