নাশকতার দুই মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মহানগর হাকিম মো. আমিনুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠান।ওই দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় সোমবার বেলা ১১টায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।২০১৩ সালের ২৬ নভেম্বর অবরোধ চলাকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা, যানবাহন ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।তবে ২০১৪ সালের ৪ জানুয়ারি নগরীর পিটিআই মোড়ে ইজিবাইক ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান তিনি।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি কারাগারে
Share!