রুহুল আমিন রাজু : কোন অশুভ শক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদে দুর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় নির্বিঘ্নে উৎসব পালন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানান তিনি।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অতীতে সাম্প্রদায়িক শক্তির সমস্ত অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও সফল হবে না তারা। ‘অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার বার বার চেষ্টা হয়েছে। কিন্তু তারা কোন অবস্থাতেই সফল হবে না।
তিনি আরো বলেন, যারা অহেতুক হানাহানি করতে চায় যারা অহেতুক অঘটন ঘটাতে চায়। তাদেরককে আমরা কোন সুযোগ দেব না। আমরা সবাই সবার দিকে দৃষ্টি রাখবো। সবাই সজাগ থাকবো।’