রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের সদস্য কাদের কাজীকে (৫৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি শুটারগান ও একটি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কাদের হত্যা ও ডাকাতি মামলার আসামি। তিনি পাংশার পূর্বচর আফড়ার মৃত বকস শেখের ছেলে।
এ ব্যাপারে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় জেলার পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে আসামি কাদের কাজীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।