জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্টের ইরানবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক রাজনীতির নতুন দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া হবে মারাত্মক ভুল। চুক্তি রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধামন্ত্রী থেরেসা মে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বক্তব্য রাখেন ইরান, যুক্তরাজ্য, ফিলিস্তিনসহ ১৮টি দেশের রাষ্ট্রপ্রধান। অধিবেশনের প্রথম দিন ট্রাম্পের দেওয়া ইরানবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের জনগণের বিরুদ্ধে অজ্ঞতাপূর্ণ, কুৎসিত ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য জাতিসংঘের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন রুহানি।
ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে পরমাণু সমঝোতা হয়েছে তা একটি আন্তর্জাতিক চুক্তি। এর প্রতি জাতিংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। পরমাণু চুক্তি বাতিলের বিষয়ে ইরান কখনো প্রথম দেশ হবে না। ইরানের সামরিক শক্তি কেবল নিজের প্রতিরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় ব্যবহৃত হবে।’
এরআগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে পার্শ্ববৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ইরানের সঙ্গে করা ছয়জাতি গোষ্ঠীর পরমাণু চুক্তি নিয়েও আলোচনা করেন তারা। এসময় পরমাণু চুক্তি অনুযায়ী সব পক্ষকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান থেরেসা মে।
ইরানের সঙ্গে করা ছয়জাতির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া মারাত্মক ভুল হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া হবে সবচেয়ে বোকামির কাজ।
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি একটি শক্তিশালী চুক্তি। শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তির প্রয়োজন ছিল। এ বিষয়ে ফ্রান্সের অবস্থান খুবই পরিষ্কার। আমি মনে করি, এর মাধ্যমে ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোনো কারণ ছাড়া এই চুক্তি থেকে কারো বের হয়ে যাওয়া অনেক বড় ভুল হবে।’
এদিকে, তেহরান পরমাণু চুক্তি মেনে চলছে না বলে অভিযোগ করেছে রিয়াদ। জাতিসংঘের অধিবেশনের বাইরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইয়ের বলেন, ইরান পরমাণু চুক্তি মেনে চলছে তা সৌদি আরব কখনোই বিশ্বাস করে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।