চুয়াডাঙ্গায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, জমি দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহাবুদ্দিন ও তার ভাই জামাল উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একে অপরের ধারালো অস্ত্রের আঘাতে জামাল ও তার স্ত্রী পারুল বেগম, ভাই শাহাবুদ্দিন এবং মা আলতা বেগম আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশিরা। তবে শাহাবুদ্দিনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।