মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর যে নির্যাতন চলছে তা পরিষ্কার ‘গণহত্যা’ এমনটাই বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএমসি সঙ্গে সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ম্যাক্রোঁ বলেন ‘আমরা এই গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে কঠোর ভাবে নিন্দা জ্ঞাপন করছি।’
এ সময় ম্যাক্রোঁ জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে এই ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’ বন্ধে, এবং এ ঘটনায় যেন জাতিসংঘ নিন্দা জ্ঞাপন করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন তিনি।।
ধারনা করা হচ্ছে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতনের প্রসঙ্গে ‘গণহত্যা’র কথা উল্লেখ মিয়ানমারকে জোরালো ভাবে সতর্ক করে দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।