যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব রাজনীতির ‘নতুন হিটলার’ বলে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছিলেন। এর পাল্টা জবাব হিসেবেই এমন মন্তব্য করেছে হুগো শেভেজ এর উত্তরসূরি নিকোলাস মাদুরো।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে ভেনেজুয়েলা সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। দক্ষিণ আমেরিকার দেশটিতে ‘গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতা’ প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সাহায্য করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে মাদুরো-সরকারকে ‘দুর্নীতিবাজ সমাজতান্ত্রিক স্বৈরশাসক’ বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প।
ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা। তিনি বলেন, ‘ট্রাম্প গোটা বিশ্বের নেতা নন। নিজের সরকারই ঠিকঠাক চালাতে পারেন না তিনি।’
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি প্রেসিডেন্ট মাদুরো। তবে ট্রাম্পের বক্তব্যে উত্তর দিতে দেরি করেননি মাদুরো। কারাকাস থেকে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘এটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন হিটলারের আগমন। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে।’ আরো বলেছেন, ‘ভেনেজুয়েলাকে কেউ শাসাতে পারে না এবং কেউ ভেনেজুয়েলাকে ধারণ করে না। ’
এর আগে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।