মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্মম নির্যাতনে স্বীকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা।
সৌদির রয়াল কোর্টের উপদেষ্টা ও কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান ওয়ার্কের তত্ত্বাবধায়ক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ এই ঘোষণা দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি মন্ত্রিসভা।
তারা রোহিঙ্গা মুসলিমদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে ব্যবস্থা নিতে বলেন। সৌদি মন্ত্রিসভার এক বৈঠকে বিষয়টি তুলে ধরেন বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সহায়তা কেন্দ্রের কর্মকর্তা ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ।
ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টারের (বাদশাহ সালমান সেন্টার) বিশেষ প্রতিনিধিদের একটি দল বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। তারা সেখানকার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যালোচনা করবে।
গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ও একটি সেনা ক্যাম্পে একযোগে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। তাদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। হামলার দিন থেকেই সেনাবাহিনী রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান চালায়।
প্রায় এক মাস ধরে চলা এই অভিযানে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ৪০০ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সহিংসতার বলি হয়ে চার লাখ ১০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে শরণার্থী হয়েছে।