সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন এবং সেই সরকারে যারা থাকবেন তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন এমন কয়েকটি প্রস্তাবনা নির্বাচন কমিশনে পেশ করেছেন গণফ্রন্টের নেতারা।
বুধবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণফ্রন্টের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। এসময় গণফ্রন্টের নেতারা জাতীয় নির্বাচনে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বলেও জানান দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
বৈঠকে গণফ্রন্টের সভাপতির নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ কমিশনের অন্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিকেলে গণফোরামের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করার কথা রয়েছে।