রোহিঙ্গা সমস্যা বর্তমানে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিশ্বজনমত গঠনের মাধ্যমে এর সমাধানে সরকারকে আহ্বান জানান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাসদের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ, মিয়ানমার এবং জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করারও পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ, মায়ানমার এবং জাতিসংঘ ত্রিপক্ষীয় উদ্যোগ এবং ব্যবস্থাপনায় এই রোহিঙ্গাদের তালিকা তৈরি করা, তাদের সেই দেশে ফেরত পাঠানো, তাদের নাগরিকত্ব প্রদান, ক্ষতিপূরন দেওয়া এবং তাদের এই হত্যাকাণ্ডকে গণহত্যা চিহ্নিত করা সহ নির্যাতনকারীদের বিচারের সম্মুখীন করা।’