রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগ আর সতর্কবার্তার বিষয়ে মিয়ানমার সরকার ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। একইসঙ্গে, রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিয়ানমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। মঙ্গলবার, নাইপিদোতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, রাখাইন রাজ্যের চলমান রোহিঙ্গা সংকট সৃষ্টির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার।
অং সান সু চি বলেন, রাখাইনের বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে মিয়ানমার সরকার অবহিত। যে কোন ধরনের সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই আমরা। রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের পরিচয় শনাক্তকরণ কর্মসূচী যেকোন সময় শুরু করতে প্রস্তুত রয়েছে মিয়ানমার সরকার। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। কোন একটি ধর্ম বা জাতিগোষ্ঠীর কথা না ভেবে সবপক্ষের স্বার্থের কথা বিবেচনায় রেখেই সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।