রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় ঢুকে তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ১৯৫ উত্তর শাহজাহানপুরের সাততলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- নাহিদুল ইসলাম (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)। এদের মধ্যে পলি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনাকে ডাকাতদের হামলা বলে অভিযোগ করেছে আহতদের স্বজনরা।প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জাহেদ আলী জানান, সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী ৩-৪ জন দুর্বৃত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বুঝতে পেরে রোজি ও পলি চিৎকার করলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাহজাহানপুরে বাসায় ৩ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
Share!