Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ: শিশু সহ নিহত ২

উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। সোমবার ভোরে উপজেলার মধুরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল খায়ের সময় নিউজকে জানান, ভোরে পাহাড় থেকে হাতির পাল খাদ্যের সন্ধানেনেমে আসে লোকালয়ে। এ সময় ওই এলাকার ক্যাম্পের রোহিঙ্গার দিগ্বিদিক হয়ে ছোটোছুটি করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হন। এ সময় আহত হন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top