রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্য তৈরি না করে সরকার এককভাবে নানা পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিং-এ মির্জা ফখরুল এ কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে সরকারের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসা উচিত বলেও মন্তব্য করেন মির্জাপুর ফখরুল ইসলাম আরো বলেন, আমরা ত্রাণ দিতে যাবো । সেখানে ত্রাণ দিতে দিবেন না। তাহলে মানুষ যাবে কোথায়? আজকে এত বড় রোহিঙ্গা সমস্যা একক ভাবে কথা বলছেন, যা কিছু তা বলে যাচ্ছেন।
যেকোন সভ্য সরকার হলে সব রাজনৈতিক দল নিয়ে একটা জরুরি সভা ডাকতো। সেখানে সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করতো পারতো। রোহিঙ্গা ইস্যু ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয়েছে,যা মোকাবেলা করতে সরকার ব্যর্থ।