সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের মন্তব্যের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্যের কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। এই লক্ষ্যে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডাকা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর কোনো নৈতিক অধিকার পাকিস্তানের নেই।রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে যা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় পাকিস্তান খুবই ডিস্টার্ববোধ করছে।পাকিস্তান বিবৃতিতে বলেছে, এটা আগেও জোর দেয়া হয়েছিল যে, বাংলাদেশে ১৯৭১ সালের ঘটনাসমূহের সঙ্গে সম্পর্কিত ত্রুটিপূর্ণ বিচারের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি।পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭৪ সালের ৯ এপ্রিল পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে বাংলাদেশে সংহতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ওই চুক্তি ১৯৭১ সালের বিষয়ে সামনে তাকানোর প্রতি তাগিদ দিয়েছে। এটা শুভ কামনা ও সহাবস্থানকে জোরালো করবে।
পাকিস্তানের হাইকমিশনারকে তলব
Share!