রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি আদায়ের পর নিরাপত্তা পরিষদের সভাপতির বিবৃতি এবং সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস কঠিন হলেও, পরিষদের সভাপতির বিবৃতি আদায়ে আশাবাদী তিনি। সঙ্কট সমাধানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পাশে থাকবেন বলেও জানান তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, আন্তোনিও গুতেরেস বাংলাদেশের ভূমিকায় বা প্রধানমন্ত্রীর ভূমিকায় ক্যাম্পগুলোতে গেছেন এবং ক্যাম্পগুলো প্রদর্শন করেছেন, সেগুলোর প্রশংসা করেছেন। এছাড়া তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন কিভাবে বাংলাদেশকে আরো বেশি সহায়তা করা যায়।
তিনি আরো বলেন, ‘তবে এই সমস্যারও একটা রিজিওনাল ইমপ্লিকেশন আছে, ওইসব গ্রাউণ্ডে এই সমস্যা আইটেম হিসেবে আসলে বা ওপেন ডিবেট হলে তাহলে আরো গুরুত্ব পাবে মিয়ানমারের জন্য । এছাড়া আমরা পরবর্তীতে চেষ্টা করবো কিভাবে এটাকে প্রেসিডেন্টসিয়াল স্টেটমেন্টে নেয়া যায়। আরেকটা হচ্ছে যে, সিভিলিয়ানরা যারা আছে তাদের প্রোটেকশন যেন মিয়ানমারের ভেতরেই বন্দোবস্ত করা হয়।’