Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চাল নিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: খাদ্যমন্ত্রী

বাজারে এক কোটি মেট্রিক টন চাল মজুদ থাকার পরও চাল নিয়ে ষড়যন্ত্র করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘চাল নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। নাহয় কেন এক কোটি মেট্রিক টন চাল থাকার কারণেও চালের দাম এত বেশি থাকবে!’

তিনি আরো বলেন, ‘আমি মায়ানমারের কাছে গিয়েছিলাম, এই রোববারে মায়ানমারের টিম ঢাকায় আসছে, তাদের সাথে আলোচনা হবে। আমরা আশা করছি, তাদের কাছ থেকে ২ লক্ষ মেট্রিকটন চাল পাব। ভিয়েতনাম থেকে চাল আসতে সময় লাগে ১৫/২০ দিন। মায়ানমার থেকে চাল আসতে সময় লাগে ২ দিন। সেপ্টেম্বরের বিশ তারিখ অর্থাৎ আগামী রোববার থেকে সমস্ত বিভাগীয় শহরে ওএমএস চালু হবে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top